সৈয়দ শামসুল হকের ৮৬তম জন্মদিন পালিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / ১৬২৯ বার পড়া হয়েছে
কথা সাহিত্যিক সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৬তম জন্মদিন পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে সোমবার কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠের পাশে কবির সমাধিতে পুষ্পমাল্য অর্পণসহ শ্রদ্ধা জানানো হয়। জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পন করে। জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, সৈয়দ হকের সহধর্মীনি সৈয়দ আনোয়ারা হক, পরিবারের সদস্যসহ স্থানীয় ব্যক্তিবর্গরা কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন শেষে বিশেষ দোয়া করেন। এসময় কবির স্ত্রী সমাধিস্থলে দ্রুত স্মৃতি কমপ্লেক্স নির্মাণের দাবী জানান। গুণি এ লেখক ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকার একটি হাসপাতালে মৃত্যু হয় তার।

















