সৈয়দ ফয়জুল করীম ও মামুনুল হককে গ্রেফতারের দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের শাহবাগ অবরোধ

- আপডেট সময় : ০৭:৪৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতাকারী হেফাজত নেতা- ইসলামী আন্দোলনের নায়েবে আমীর সৈয়দ ফয়জুল করীম ও খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হককে গ্রেফতারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করার আল্টিমেটাম দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা।
বিকেলে টিএসসি’র রাজু ভাস্কর্যের সামনে থেকে প্রতিবাদ মিছিল নিয়ে শাহবাগে আসে তারা। এরপর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে চারদিকের রাস্তা আটকিয়ে মহানবী সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লামের অবমাননা এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় নিক্ষেপের হুমকি দেয়ার অভিযোগে তাদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি। সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মামুন। সমাবেশে আমিনুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তিকে রুখে দিতে শাহবাগে অবস্থান নিয়েছেন তারা। চরমোনাইয়ের পীর ফয়জুল করিম ও তার অনুসারীদের পাকিস্তানের অনুসারী দাবি করে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আল মামুন বলেন, ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতার করা না হলে, এদের সবাইকে গণধোলাই দেয়া হবে।