টেলিভিশন ব্যক্তিত্ব সৈয়দ সালাহউদ্দিন জাকী মারা গেছেন
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৫৯ বার পড়া হয়েছে
টেলিভিশন ব্যক্তিত্ব সৈয়দ সালাহউদ্দিন জাকী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দিবাগত রাত ১২টার কিছুক্ষণ আগে রাজধানীর এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার ছেলে-মেয়ে দুজনেই কানাডায় থাকেন। জানা গেছে, সন্তানরা দেশে ফেরার পর তার দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে। গত রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতির পর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। সবশেষ তিনি এসএ টেলিভিশনের সিওও হিসেবে কর্মরত ছিলেন।






















