সেপ্টেম্বরে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে সুখবর থাকতে পারে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
বিকেলে রাজধানীতে বাংলাদেশ-ভারত সম্পর্ক বিষয়ে আয়োজিত গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি ।এসময় হাইকমিশনার আরো বলেন সীমান্তে অনাকাঙ্খিত মৃত্যু এড়াতে দুইদেশকে একযোগে কাজ করতে হবে। এদিকে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীরের মতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তিস্তাচুক্তিসহ বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ বাড়ানো সাথে আলোচনায় উঠে আসে দ্বিপাক্ষিক সম্পর্কের অমীমাংসিত বিষয়গুলো।এছাড়া সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের বন্যার সূত্র ধরে তিস্তাসহ উজানের ঢল নিয়ে সরব হন সাবেক এই রাষ্ট্রদূত ।