সেপটিক ট্যাংকে পড়ে আল আমিন ও সুজন নামে দুইজনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ফুলবাড়ীর গংগারহাট বাজার এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় সেপটিক ট্যাংকে পড়ে আল আমিন ও সুজন নামে দুইজনের মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, সকালে গংগারহাট এলাকার নির্মাণাধীন ভবনে কাজ করছিলো শ্রমিকরা। এ সময় শ্রমিক আল আমিন সেপটিক ট্যাংকে নামেন। বেশ কিছুক্ষণ তার সাড়াশব্দ না পাওয়ায় সুজন নামে আরেকজন তাকে উদ্ধার করতে নামেন। বেশকিছু সময় পর তারা দুজনই উঠে না এলে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের উদ্ধারকারীকারী দল এসে তাদের দুজনকে উদ্ধার করে। পরে তাদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে।