সেন্টমার্টিন নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য

- আপডেট সময় : ০৪:৩৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
- / ১৫৭১ বার পড়া হয়েছে
বেশ কিছুদিন যাবত সংবাদের আলোচনায় রয়েছে সেন্টমার্টিন দ্বীপ। এই প্রবাল দ্বীপ নিয়ে ফের নিজেদের অবস্থান তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে জানতে চাওয়া হয় যে, সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ তুলেছেন যে, যুক্তরাষ্ট্র সেন্টমার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চায় এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই দ্বীপটি যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করতে চান।
এ বিষয়ে ম্যাথিউ বলেন, “আমি শুধু একটা কথাই বলব যে, এটা সঠিক নয়। আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করি এবং সেন্টমার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে আমরা কখনোই কোনো ধরনের আলোচনা করিনি। বাংলাদেশের সঙ্গে আমাদের অংশীদারিত্বকে আমরা গুরুত্ব দিই। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সমর্থনসহ গণতন্ত্র প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার মাধ্যমে আমরা আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করার চেষ্টা করছি।”
ডয়চে ভেলে