সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য দেখা করেছেন বাংলাদেশ সফররত নেপালের সেনাবাহিনী প্রধান
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৫৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌজন্য দেখা করেছেন বাংলাদেশ সফররত নেপালের সেনাবাহিনী প্রধান জেনারেল পুর্ণা চন্দ্র থাপা।
সকালে ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর সদরদপ্তরে সাক্ষাত করেন তিনি। বে সময় তারা পরস্পর কুশলাদি বিনিময় করেন। দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সু-সম্পর্ক এবং দ্বিপাক্ষিয় প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন সহায়তার বিষয়ে আলোচনা করেন। নেপালের সেনাবাহিনী প্রধান জেনারেল পুর্ণা চন্দ্র থাপা’র নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ৪ দিনের রাষ্ট্রীয় সফরে গত ১২ জানুয়ারি ঢাকায় আসে। সফর শেষে প্রতিনিধি দলটি আগামী কাল দেশে প্রত্যাবর্তন করবে।




















