সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবেঃ রাষ্ট্রপতি

- আপডেট সময় : ০৮:১৭:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
মাতৃভূমির অখন্ডতা রক্ষার পাশাপাশি জাতীয় যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। দুপুরে চট্টগ্রামের আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউণ্ডে ১,২,৩ ফিল্ড ও ৩৮ এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারির জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে কুচকাওয়াজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি আরো বলেন, আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলতে জাতির পিতার স্বপ্ন পুরণে বর্তমান সরকার কাজ করছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ৪টি গোলন্দাজ রেজিমেন্টের ন্যাশনাল স্ট্যান্ডার্ড বা জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। প্যারেড গ্রাউন্ডে তাকে স্বাগত জানান সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ। বিশেষ জিপে চড়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন রাষ্ট্রপতি। প্যারেডের অভিবাদন গ্রহণ শেষে সেনা সদস্যদের উদ্যেশ্যে দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন তিনি। বাংলাদেশে একশি শক্তিশালী ও আধুনিক শসস্ত্র বাহিনী গড়ে তুলতে জাতির পিতার স্বপ্ন ও উদ্যোগের কথাও স্মরণ করিয়ে দেন রাষ্ট্রপতি। জাতির পিতা প্রণিত প্রতিরক্ষানীতির আলোকে ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে সেনাবাহিনীকে আধুনিকায়নের প্রক্রিয়া অব্যাহত রাখায় সরকারের প্রশংসা করেন আব্দুল হামিদ। জাতীয় পতাকা পাওয়া গোলন্দাজ রেজিমেন্টের সদস্যদের অভিনন্দন জানিয়ে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সেনা সদস্যদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহবানও জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।