সেনাপ্রধানের নির্বাচন নিয়ে বক্তব্যকে সবার স্বাগত জানানো উচিত: আমির খসরু

- আপডেট সময় : ০৮:২১:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / ১৫৬২ বার পড়া হয়েছে
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নির্বাচন নিয়ে বক্তব্যকে সবার স্বাগত জানানো উচিত বলে মন্তব্য করছেন, বিএনপির স্থানীয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন,সুষ্ঠু নির্বাচন যত দেরি হবে দেশে ততোই সংকট বাড়বে। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানান, বিএনপি এখনো গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে রয়েছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন,বিএনপি নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সুষ্ঠু নির্বাচনে গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হলে বিফলে যাবে জুলাই আন্দোলনের আত্মত্যাগ।
এদিকে,ঢাকা রিপোর্টাস ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির স্থানীয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হলে মিডিয়া স্বাধীন হবে না।
এরপর আরেক অনুষ্ঠানে,আমির খসরু, ডিসেম্বরে নির্বাচন প্রসংগে সেনাপ্রধানের বক্তব্যের প্রশংসা করে বলেন,ক্ষমতা নেয়ার কথা না ভেবে সেনাপ্রধান যখন গনতান্ত্রিক দেশ গড়ার কথা বলে তা সত্যি প্রশংসনীয়।
বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই আওয়ামী লীগের বিচার করবে বলে আবারও স্মরণ করিয়ে দেন আমির খসরু মাহমুদ চৌধুরী।