সেতাবগঞ্জ চিনিকলের শ্রমিক এবং আখচাষিদের থালা মিছিল
- আপডেট সময় : ০৫:২৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
রাষ্ট্রায়ত্ব ৬টি চিনিকলে আখ মাড়াই কার্যক্রম স্থগিতের প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ চিনিকলের শ্রমিক এবং আখচাষিরা থালা হাতে নিয়ে ভূখা মিছিল করেছে।
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ চিনিকলের শ্রমিক এবং আখচাষিরা থালা হাতে নিয়ে ভূখা মিছিল করেছে। সকালে আখচাষি ইউনিয়ন ও আখচাষি কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এ মিছিল করে। এসময় আয়োজিত পথসভায় বক্তব্যে অবিলম্বে সেতাবগঞ্জ চিনিকলসহ ৬টি চিনিকলের আখ মাড়াই কার্যক্রম শুরুসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
এদিকে, পাবনা সুগার মিল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আখচাষী ও শ্রমিক কর্মচারীরা। সকাল থেকে পাবনার ঈশ্বরদীর সুগার মিলের সামনে আগুন জ্বালিয়ে কর্মসূচি পালন করেন শ্রমিক কর্মচারীরা। একইসঙ্গে আখমাড়াই কার্যক্রম চালুর দাবি জানানো হয়।
এদিকে, রাজশাহী সুগার মিলে চলতি অর্থবছরের আখ মাড়াইয়ের উদ্বোধন করা হয়েছে। চলতি মৌসুমে ওই মিলে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ হাজার মেট্রিক টন। এর জন্য আখ মাড়াইয়ের লক্ষ্য ধরা হয়েছে এক লাখ ৬০ হাজার মেট্রিক টন।



















