সূর্যের দেখা নেই উত্তরের জনপদে

- আপডেট সময় : ০২:১৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
ঘন কুয়াশায় ঢাকা পড়ে আছে দেশের বিভিন্ন জেলা। গত কয়েকদিন ধরে সূর্যের দেখা নেই উত্তরের জনপদে। এতে বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ।
ঘন কুয়াশা আর কনকনে বাতাসে নেত্রকোনার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচন্ড ঠান্ডায় কাজে যেতে না পেরে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। শহরে দিনের বেলা গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে। আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে সাধারণ মানুষ। গত ক’দিনের ঘন কুয়াশা আর শৈতপ্রবাহে শিশু ও বয়স্করা বেশি ভুগছে।
গোপালগঞ্জে ছিন্নমূল, গরীব ও খেটে খাওয়া মানুষ বেশি কষ্টে পড়েছে। গত তিন দিন ধরে সূর্যের মুখ দেখেনা জেলাবাসী। বৃষ্টির মতো শিশির পড়ছে। হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়েছে।
শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় ঢেকে গেছে উত্তরের জেলা পঞ্চগড়। ঘন কুয়াশা ও ঠান্ডার কারনে বাড়ি থেকে বের হতে পারছেনা খেটে খাওয়া মানুষ।পরিবার নিয়ে বিপাকে পড়েছে তারা।
বাতাসে আর্দ্রতার পরিমান কিছুটা কমায় দিনাজপুরে কুয়াশা কমেছে। তবে অব্যাহত রয়েছে শীতের দাপট। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৫ ডিগি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৯৩ শতাংশ বলে জানায়, স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণাগার।
ময়মনসিংহে বেড়েই চলেছে শীতের তীব্রতা। সন্ধ্যা হলেই কনকনে ঠান্ডার সাথে নেমে আসছে ঘন কুয়াশা। কুয়াশার সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মত ফোটা পড়ছে। সারাদিনেও মিলছে না সুর্যের দেখা।
সিরাজগঞ্জে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত তিন দিন ধরে সূর্যের দেখা মিলছে না। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক ও আঞ্চলিক সড়ক দিয়ে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
মানিকগঞ্জে ভর দুপুরেও সুর্যের দেখা মিলছে না। ঘন কুয়াশার কারনে শীত কমছেই না। ফলে বোরো বীজতলা নষ্ট হওয়ার আশংকা করছে চাষিরা।
ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত বেশ কয়েকবার বঙ্গবন্ধু সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এতে করে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে চালক ও যাত্রীরা। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।
সাতক্ষীরায় ঘন কুয়াশার সঙ্গে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। কুয়াশা ঝরছে বৃষ্টির মতো। হিমেল বাতাস আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এতে চরম দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ। গত কয়েকদিন ধরে সূর্যের দেখা মিলছে না এলাকায়।