সূর্যসন্তানদের শ্রদ্ধা জানাতে রায়েরবাজার বধ্যভূমিতে মানুষের ঢল

- আপডেট সময় : ০১:৪১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে। জাতির সূর্য সন্তানদের হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি ছিল শ্রদ্ধা জানাতে আসা সবার কন্ঠে। শহীদ পরিবারের সন্তানরা বলেন, স্বাধীনতার ৫০ বছরেও শহীদ বুদ্ধিজীবীদের সঠিক তালিকা প্রকাশ না করা দু:খজনক।
দেশের শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে মঙ্গলবার সকালে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে।
বিজয়ের ৫০ বছর পরও শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ করা হয়নি। এ নিয়ে ক্ষোভ জানান অনেকে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে গেলেও, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এখনো সবার সামনে উঠে আসেনি বলে হতাশা জানান কেউ কেউ। আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে ধারণ ও লালন করে সোনার বাংলা বিনির্মানে এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা সবার।