সুষ্ঠু নির্বাচন হলে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবে জনগণ : কৃষিমন্ত্রী

- আপডেট সময় : ০৬:১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আওয়ামী লীগ দল হিসেবে সরকারকে সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। দেশে সুষ্ঠু নির্বাচন হলে দেশের মানুষ ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবে বলেও আশা করেন তিনি। বরিশালে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সকালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নন্দপাড়া এলাকায় ‘পতিত জমিতে বোরো ধান আবাদের ফসল কাটা উৎসব ও মাঠ দিবসের’ অনুষ্ঠানে অংশ নেন তিনি। মন্ত্রী আরো বলেন, এবার হাওড়ে সব বেড়ি বাঁধ ভাঙ্গেনি। বাধ অক্ষুণ্ণ রাখতে অনেক পদক্ষেপ নেয়া হয়েছে। বেশ কয়েকজন দুর্নীতিবাজ কর্মকর্তাকে শাস্তির আওতায় আনা হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন এবং কৃষি কর্মকর্তারা সারারাত জেগে পাহারা দিয়ে বাঁধগুলো রক্ষায় কাজ করেছে। দুর্যোগে ফসল নষ্ট হলে পুনর্বাসন কর্মসূচীর মাধ্যমে কৃষকদের বিনামূল্যে সার-বীজ দেয়ার প্রতিশ্রুতিও দেন কৃষিমন্ত্রী। এ সময় আগামী নির্বাচন নিয়েও মন্তব্য করেন ড. রাজ্জাক।