সুষ্ঠু নির্বাচনের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা দরকার : সিইসি
- আপডেট সময় : ০৮:১৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা চান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে ভোটের মাঠ না ছাড়ার আহ্বান জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে প্রথম কর্মদিবসে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। সিইসি আরো বলেন, গণতন্ত্রকে সুসংহত করতে সব দলের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত।
সোমবার সকাল পৌঁনে দশটায় নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হন নতুন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
একে একে আসতে থাকেন নির্বচান কমিশনার বেগম রাশিদা সুলতানা, আহসান হাবীব খান, মো. আলমগীর ও আনিছুর রহমান। এসময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন কমিশন কার্যালয়ের কর্মকর্তারা।
প্রথম দিনই কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন নির্বাচন কমিশনাররা। সভা শেষে সিইসি হাবিবুল আউয়াল বলেন, মানুষের আস্থা অর্জনে কাজ করবে কমিশন।
সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলো ভোটের মাঠ না ছাআর আহ্বান জানান, তিনি।
গণতন্ত্রকে সুসংহত করতে সব দলের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত বলেও মন্তব্য করেন সিইসি।
পরবর্তী নির্বাচনগুলোতে ইভিএমের ব্যবহার নিয়ে কমিশনারদের সাথে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান, সিইসি কাজী হাবিবুল আউয়াল।










