সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের সহায়তা প্রয়োজন : কাজী হাবিবুল আউয়াল

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
- / ২০১৬ বার পড়া হয়েছে
সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের সহায়তা প্রয়োজন বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন আওতাধীন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন প্রধান নির্বাচন কমিশন। ভোট অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে মন্তব্য করে ইসি বলেন, সরকারের জনপ্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী তাদের সাথে সমন্বয় কিভাবে সুদৃঢ় এবং সহজ হবে সেটা বের করতে হবে।
নির্বাচনের যে উদ্দেশ্য অর্থাৎ অবাধে ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচনের ফলাফল উঠে আসবে। মাঠ পর্যায়ের নির্বাচন কমিশনের আওতাধীন সকলের সহযোগিতা প্রয়োজন বলে জানান তিনি।