সুরমা নদীর পানি কমায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরে বিপাকে পড়েছেন সিলেট মহানগরীর বাসিন্দারা
- আপডেট সময় : ০১:৩৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২
- / ১৬১২ বার পড়া হয়েছে
সুরমা নদীর পানি কমায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরে বিপাকে পড়েছেন সিলেট মহানগরীর বাসিন্দারা। পানির সঙ্গে ভেসে আসা কচুরি পানা, আগাছা ও পলি-বালু আটকে আছে বাসা বাড়িতে। ছড়াচ্ছে দুর্গন্ধ। এতে সবচেয়ে বেশি সমস্যা আক্রান্ত হয়েছেন নিম্ন আয়ের মানুষ। আশ্রয় কেন্দ্র থেকে ফিরে এখন আশ্রয়হীন তারা। অনেকের ঘর ভেঙ্গে গেছে, অস্তিত্ব নেই ঘরের বেড়া ও টিনের। কর্তৃপক্ষ বলছে, যাদের ঘর ভেঙ্গেছে তাদের আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।
ইতিহাসের দীর্ঘতম বন্যায় সিলেটে লন্ডভন্ড হয়ে গেছে মানুষের স্বাভাবিক জীবন। সুরমা নদীর তীরে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকার বন্যার পানি সরে গেলেও বাড়ি ফেরা বানভাসি মানুষ নতুন বিড়ম্বনায় পড়েছেন। কেউ হারিয়েছেন ঘর আবার কেউ হারিয়েছেন সর্বস্ব। ময়লা আবর্জনায় স্তুপ লেগে আছে ঘরের আঙ্গিনায়, রাস্তা-ঘাটে,পুকুর পাড়ে, অলিগলিতে। অনেকের নলকুপ দিয়ে পানি উঠছে না। বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট । ডায়রিয়াসহ পানিবাহিত রোগের বিস্তার ঘটছে।
নদীর পানি কমে যাওয়ায় মহানগরীর আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরেছে বানভাসিরা। ময়লা আবর্জনার স্তুপ লেগে মহানগরী জুড়ে। দুর্গন্ধময় অবস্থায় বসবাস করে ঘরে ঘরে বাড়ছে রোগ ব্যাধি।
ময়লা আবর্জনা অপসারণের কাজ করেছে সিটি কপোর্পরেশন।
দ্রুত ময়লা আবর্জনা অপসারণ করে বসবাসের উপযোগী করা হবে বসবাড়িসহ পুরো এলাকা এমন প্রত্যাশা সকলের।




















