সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আবদুল মতিন খসরুর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
সহকর্মীদের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রয়াত সভাপতি অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজায় অংশ নিয়ে তাঁর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন তারা।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দেয়া হয় গার্ড অব অনার। এর আগে বকশিবাজারে প্রথম জানাজা হয়। তাঁর মরদেহ ঢাকা থেকে কুমিল্লার বুড়িচংয়ে নিজ বাড়িতে নেয়া হবে। বুড়িচং উপজেলা হাইস্কুল মাঠে তার দ্বিতীয় জানাজা হবে। পরে নিজ গ্রাম মিরপুরে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে সম্মিলিত সামরিক হাসপাতালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।