সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ২০২০-২১ সেশনের নির্বাচনের তফসিল ঘোষণা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
আগামী ১১ ও ১২ মার্চ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ২০২০-২১ সেশনের নির্বাচনের তারিখ ঠিক করে তফসিল ঘোষণা করা হয়েছে।
বুধবার এক সংবাদ সম্মেলনে এ তফসিল ঘোষণা করে সমিতির বিদায়ী কমিটির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এসময় তিনি আরো জানান, ১৯ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত মনোনয়ন দাখিল এবং ৪ মার্চ মনোনয়ন প্রত্যাহারের তারিখ ধার্য করা হয়েছে। প্রার্থীতা যাচাই বাছাই করা হবে ১ মার্চ। কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সভাপতি এ এম আমিন উদ্দিনসহ আইনজীবী সমিতির সদস্যরা। আয়োজকরা জানান, নির্বাচন অনুষ্ঠানের জন্য সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানকে আহবায়ক করে সাত সদস্যের নির্বাচন উপ-কমিটি ঘোষণা করা হয়েছে।