সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ভোটগ্রহণ শুরু

- আপডেট সময় : ০২:৫০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ২০২১-২০২২ বর্ষের নির্বাচনে দুই দিনব্যাপী ভোটগ্রহণ আজ বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে।
এর পরদিন বৃহস্পতিবার আবারো ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে সুপ্রিমকোর্টের ৭ হাজার ৭১৯ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুরে ১ ঘণ্টার বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। সর্বোচ্চ আদালতের আইনজীবীদের এই সংগঠনের কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের বিপরীতে এবারের নির্বাচনে মোট প্রার্থী হয়েছেন ৫১ জন। নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পালন করছেন সাবেক বিচারপতি এ এফ আবদুর রহমান। ১৪ পদে হবে এ নির্বাচন। এর মধ্যে ৭টি সম্পাদকীয় পদ এবং ৭টি কার্যনির্বাহী সদস্য পদ রয়েছে। দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং প্রত্যাহার শেষে ৫১ জন চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।