সুন্দরবন উপকূলের বাঘ-বিধবাদের ঘরজুড়ে কান্না আর অভাবের তান্ডব

- আপডেট সময় : ০৬:১৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
সবাই ঈদ আনন্দের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকলেও, সাতক্ষীরার শ্যামনগর সুন্দরবন উপকূলের বাঘ-বিধবাদের ঘরজুড়ে কান্না আর অভাবের তান্ডব। এসব নারীদের জীবনমান রক্ষায় সরকারের সহযোগিতা চেয়েছেন, জনপ্রতিনিধিরা।
স্বামী হারিয়ে দিশেহারা অবস্থার মধ্যে থাকা বাঘ বিধবাদের পাশে তেমন কেউ নেই। তারা জানায়, ঈদের দিন সন্তানের মুখে এক টুকরো মাংস তুলে দিতে না পারা খুব কষ্টের। সহযোগিতার জায়গায় জোটে সামাজিক গঞ্জনা। স্বামী বাঘের শিকার হলে সমাজে অপয়া, অলক্ষী হিসেবে চিহ্নিত হয় তারা। কাজের অভাবে দু-মুঠো খাবার জোটেনা তাদের। স্বামী-সন্তানহীন অনেক বৃদ্ধাও বেঁচে আছে নিদারুন কষ্টে।
সুন্দরবন উপকূলে বাঘ বিধবা রয়েছে এক হাজার ১৬০জন। তাদের আয়ের নির্দিষ্ট কোনো পথ নেই বলে জানান, বেসরকারি সংস্থা লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। বাঘ বিধবাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন, স্থানীয় উপজেলা চেয়ারম্যান।বাঘ-বিধবাদের জন্য স্থায়ী রোজগারের ব্যবস্থা থাকা দরকার বলে মনে করে, স্থানীয়রা।