সুন্দরবনে ৪ জেলে অপহরণ, বনদস্যুদের ৪ লাখ টাকা মুক্তিপন দাবী

- আপডেট সময় : ০৪:৪৬:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহিনে নদীতে মাছ ধরার সময় ৪ লাখ টাকা মুক্তিপন দাবীতে ৪ জেলেকে অপহরণ করেছে বনদস্যু বুলবুল বাহিনীর সদস্যরা।
ভোরে দিকে সুন্দরবনের দারগাং এলাকা থেকে জেলেদের অপহরণ করা হয়। অপহৃত জেলেদের বরাত দিয়ে ফিরে আসা জেলেরা মীরগাং গ্রামের বেলাত সরদার, টেংরাখালী গ্রামে মোজাম সরকার এবং পার্শ্বেখালী গ্রামের মোমিন সরদার জানান, সপ্তাহ খানেক পূর্বে কৈখালী বন অফিস হতে অনুমতি নিয়ে সুন্দরবনের দারগাং খালে মাছ ধরার সময় বনদস্যু বুলবুল বাহিনীর ৫ সদস্য অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে মুক্তিপনের জন্য জন প্রতি ১ লাখ টাকা দাবী করেছে। সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম,এ হাসান বলেন, বিষয়টি আমার জানা নেই,তবে জেলে অপহরনের বিষয়ে নৌ-পুলিশ ও কোস্টগার্ডে অভিযোগ পেলে উদ্ধার অভিযান শুরু করে। অপহৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের তোরাব আলী সরদারের ছেলে জাকির আহম্মেদ, পার্শ্বেখালী গ্রামে গফুর গাজীর ছেলে ফজর আলী গাজী, মৃত: মুজিবর গাজীর ছেলে আজিবর গাজী, এবং নতুন ঘেরী গ্রামের শহর আলী মোল্যার ছেলে শহীদ মোল্যা ।