সুন্দরবনের জলদস্যু,বনদস্যুদের প্রতিহত করতে পুলিশ সর্বদা তৎপর

- আপডেট সময় : ০৬:১৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
সুন্দরবনের জলদস্যু,বনদস্যুদের প্রতিহত করতে পুলিশ সর্বদা তৎপর। সম্প্রতি সাতক্ষীরা ও বাগেরহাট এলাকা থেকে বিভিন্ন অপরাধীদের আটক করা হয়েছে।বরাদ্দকৃত ৩টি অত্যাধুনিক জলযান সুন্দরবন এলাকায় পুলিশের কার্যক্রমকে কাজ আরো গতিশীল করবে বলে জানালেন- খুলনা ডিআইজি জনাব ড. খ: মহিদ উদ্দিন।
সকাল ১১.৩০ ঘটিকায় মহানগরীর জেলখানা ঘাটে সুন্দরবন ও উপকূলীয় এলাকায় অপরাধমূলক কার্যক্রম নির্মূলে আইজিপি কর্তৃপক্ষ খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার জন্য বরাদ্দকৃত ৩ টি অত্যাধুনিক জলযান জলযান বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি জনাব ড. খ: মহিদ উদ্দিন, বিপিএম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান, বিপিএম,অতিরিক্ত ডিআইজি এবং একে এম নাহিদুল ইসলাম, বিপিএম, অতিরিক্ত ডিআইজি, খুলনা রেঞ্জসহ খুলনা রেঞ্জ অফিস ও খুলনা জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।