সুনামগঞ্জ জেলা সদরের সাথে ধর্মপাশা উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেনি

- আপডেট সময় : ০২:৩১:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
স্বাধীনতার ৪৯ বছর পরও, সুনামগঞ্জ জেলা সদরের সাথে ধর্মপাশা উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেনি। বছরের পর বছর চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। তবে, সুনামগঞ্জ-নেত্রকোনা সড়কে সাড়ে ১০ কিলোমিটার উড়াল সেতুসহ রাস্তা চলতি মাসেই একনেকে অনুমোদনের কথা রয়েছে বলে জানিয়েছেন, স্থানীয় সংসদ সদস্য।
সুনামগঞ্জ জেলা সদর থেকে ধর্মপাশা উপজেলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছে সাধারন মানুষ। নৌকা, লঞ্চ কিংবা স্পিডবোটে ধর্মপাশা থেকে সুনামগঞ্জ যেতে সময় ও টাকা খরচ হয় বেশি। সুনামগঞ্জ- নেত্রকোনা সড়কের জামালগঞ্জের মন্নানঘাট থেকে ধর্মপাশার গুল্লাগ্রাম হয়ে মধুপুর পর্যন্ত গভীর হাওরে উড়াল সেতুসহ রাস্তার দাবি জানিয়েছে এলাকাবাসী।
চলতি মাসেই সুনামগঞ্জ-নেত্রকোনা সড়কের সাড়ে ১০ কি:মি: উড়াল সড়কসহ রাস্তা নির্মান প্রকল্পটি একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। উড়াল সড়ক নির্মানে প্রধানমন্ত্রীর আশ্বাসের শিগশিগই বাস্তবায়নের দাবি জানিয়েছে হাওরবাসী।