সুনামগঞ্জে মাদক ব্যবসায়ীদের হাতে যুবক খুন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ সদর উপজেলায় মাদক ব্যবসায়ীদের হাতে খুন হয়েছে এক যুবক।
গেলো রাতে উপজেলার মইনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আছিরউদ্দিন মঈনপুর গ্রামের মোহাম্মদ ফজিল হকের ছেলে। স্থানীয়রা জানায়, শনিবার রাতে নিজ বাড়ির সামনে নিহত যুবক আছিরউদ্দিন মাদক ব্যবসার তথ্য পুলিশকে দেয়ায় হৃদয় হোসেন ও মোহাম্মদ হাসান– আছিরউদ্দিনের ছুরিকাঘাতে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করে। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।