সুইজারল্যান্ডের দাভোসে গ্লোবাল এসএমই সামিট সফলভাবে সম্পন্ন
- আপডেট সময় : ০২:১৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / ১৯৬৮ বার পড়া হয়েছে
সুইজারল্যান্ডের দাভোস কংগ্রেস সেন্টারে গত ৩-৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিশ্বের প্রায় ৫০টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ঐতিহাসিক গ্লোবাল এসএমই বিজনেস সামিট ২০২৫। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (SMEs) আন্তর্জাতিক অগ্রগতি, উদ্ভাবন এবং নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে এ আয়োজন নতুন এক মাইলফলক স্থাপন করেছে।
এই সামিটের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন, আনিস খান, প্রেসিডেন্ট, গ্লোবাল এসএমই বিজনেস হোম ও ফাউন্ডার, গ্লোবাল এসএমই সামিট; রোমান সোমেরাউ, ভাইস প্রেসিডেন্ট, গ্লোবাল এসএমই বিজনেস হোম; রজার লাইটনার, সুইস-এশিয়ান চেম্বার অব কমার্স (SACC); ফিলিপ ভিলহেলম, সম্মানিত মেয়র, দাভোস; স্যার জোসেফ এস. ব্লাটার, সাবেক প্রেসিডেন্ট, FIFA; Mr. Hubert Büchel, মন্ত্রী, হোম অ্যাফেয়ার্স, ইকোনমি ও স্পোর্টস, লিচেনস্টেইন এবং জনাব কন্ডাপল্লি শ্রীনিবাস, সম্মানিত মন্ত্রী, অন্ধ্র প্রদেশ সরকার, ভারত।
সামিটে সম্মানিত অতিথিদের সঙ্গে বিশেষ নেটওয়ার্কিং আপেরো অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন রাওয়ালপিন্ডি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট উসমান শওকতসহ অন্যান্য আন্তর্জাতিক ব্যবসায়ী ও নীতিনির্ধারকগণ।
অনুপ্রেরণার বার্তা ও স্বীকৃতি এই পর্যায়ে বক্তব্য রাখেন সৈয়দ আলমগীর, কিংবদন্তি কর্পোরেট আইকন, বাংলাদেশ। তিনি বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা ও বৈশ্বিক অঙ্গনে দেশের অগ্রগতি নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও বক্তব্য রাখেন বেনজামিন তালিন, আন্তর্জাতিক উপদেষ্টা, সুইস সরকার; খালিদ ফাতেল, খ্যাতনামা ব্যবসায়ী, যুক্তরাষ্ট্র; শেখ মোহামেদ, বিশিষ্ট ব্যবসায়ী, কাতার; এবং বাহাকীম মোহাম্মেদ, সৌদি আরব। এবারের সম্মেলনে বাংলাদেশ থেকে একটি বড় প্রতিনিধিদল অংশগ্রহণ করে, যারা দেশের এসএমই খাতকে বিশ্বব্যাপী তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সহযোগিতা ও অংশীদারিত্ব সামিটে সহায়ক প্রতিষ্ঠান হিসেবে যুক্ত ছিল Swiss-Asian Chamber of Commerce, Swiss Fintech Association, Swiss Global Enterprise, Sea Power, Andhra Pradesh Sunrise State, Forward Sports, Cornavin এবং Intrapass।
তিন দিনের এ সামিটে অনুষ্ঠিত হয় একাধিক প্যানেল আলোচনা, মাস্টারক্লাস, ব্লকচেইন ও এআই ভিত্তিক সেশন, ফান্ডিং ও ভেঞ্চার ক্যাপিটাল মিটিং, বি২বি সেশন, নেটওয়ার্কিং এবং ব্রেকআউট সেশন। এ আয়োজনে বৈশ্বিক এসএমই খাতের উন্নয়ন, টেকসই বিনিয়োগ এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
গ্লোবাল এসএমই বিজনেস হোম (GSBH) আয়োজিত গ্লোবাল এসএমই সামিট ২০২৫ বিশ্বব্যাপী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নতুন দিক উন্মোচন করেছে। আন্তর্জাতিক সহযোগিতা, উদ্ভাবনী সমাধান এবং ব্যবসায়িক সংযোগ বৃদ্ধির মাধ্যমে এ সামিট বৈশ্বিক অর্থনীতির টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।




















