সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তৎপর রয়েছে বিজিবি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তৎপর রয়েছে বিজিবি। অথচ, বেনাপোল স্থলবন্দরে মাস্ক পরছে না ভারতীয় গাড়ি চালকরা। বন্দর এলাকায় বিধিনিষেধ মানাতে ২৪ ঘন্টা টহল দিচ্ছে বিজিবি।
ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বেনাপোলকে ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। তবে, আমদানি-রপ্তানি স্বাভাবিক আছে। কিন্তু, বন্দরের বাইরে ভারতীয় ট্রাক ড্রাইভারদের অবাধে ঘোরাফেরা করা দেখে শংকিত স্থানীয়রা।
তাদের বন্দরের বাইরে যাওয়া ঠেকাতে বিজিবি সবসময় টহল দিচ্ছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির ১৪টি বিওপিতে ২২টি টিম ২৪ ঘন্টা কাজ করছে।
ভারত ফেরত যাত্রী, গাড়িচালক ও সহযোগীদের সাথে স্থানীয়দের দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে আরও কঠোর হওয়া দরকার বলে মনে এলাকাবাসী।