সীমান্ত এলাকায় পানিবন্দি ২৫ গ্রাম

- আপডেট সময় : ০৫:৫৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
কয়েক দিনের ভারি বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের সুরমা,কুশিয়ারা, পিয়াইন ও সারিসহ বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে বিপদসীমা অতিক্রম করেছে। কানাইঘাটের কাছে সুরমা নদীর বন্যা প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে বিস্তির্ণ লোকালয় প্লাবিত হয়েছে। নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতায় বাসা-বাড়িতে পানি ঢুকেছে। সিলেট সীমান্তে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাটের অন্তত ২৫ গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
ঘুর্ণিঝড় অশনির কারণে কয়েক দিনের টানা ভারি বৃষ্টিপাত ও ভারতের পাহাড়ি এলাকা থেকে নেমে আসা ঢলের পানিতে সিলেটের প্রধান নদী সুরমা ও কুশিয়ারাসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করেছে।
গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, কোম্পানীগঞ্জ,ফেঞ্চুগঞ্জ ও জকিগঞ্জ উপজেলার নিন্মাঞ্চল তলিয়ে গেছে। ২৫টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শত শত একর ফসলি জমি তলিয়ে গেছে।
টেকেরবাজার ও কানাইঘাটে সুরমা নদীর বন্যা প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। টেকেরবাজারে সুরমা তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছে।
নদী ভাঙ্গণ ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের লোকজন কাজ করছে বলে জানান অতিরিক্ত প্রধান প্রকৌশলী।
বন্যার্তদের জন্য এরই মধ্যে ত্রাণ কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। পাঁচ উপজেলায় ৭৯ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।
টানা বৃষ্টির কারণে পানি বৃদ্ধি পাওয়ায় সিলেট নগরীর নিম্নাঞ্চল ইতিমধ্যেই তলিয়ে গেছে।