সীমান্তে অভিযান চালিয়ে ২৭ কেজি রুপার গহনা, একটি মোটরসাইকেলসহ চোরাকারবারি আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৬:০১ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ২৭ কেজি রুপার গহনা একটি মোটরসাইকেলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে।
সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আল মাহামুদ জানান, ভারত থেকে চোরাপথে আসা বড়ো একটি রুপার চালান মোটরসাইকেলে করে পাচার করা হচ্ছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি ও পুলিশ সীমান্তের বোয়ালিয়া গ্রামের জামতলা এলাকায় অভিযান চালায় । এসময় মোটরসাইকেল ও রুপার গহনাসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন, সাতক্ষীরা কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালি গ্রামের শহিদুল ইসলাম ও বেল্লাল হোসেন।