সীমান্তে অপরাধ ঠেকাতে যৌথ অভিযান চালাবে বিজিবি-বিএসএফ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
- / ১৬২১ বার পড়া হয়েছে
সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো ধরনের উন্নয়নমূলক কাজ না করার বিষয়ে পারস্পরিক সম্মতি জানিয়েছে বাংলাদেশ ও ভারত। ভারতের গুয়াহাটিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫১তম সীমান্ত সম্মেলনে এ সম্মতি জানায় দু’পক্ষ।
সীমান্তে যেন কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ড না ঘটে সেটি ঠেকাতে প্রয়োজনে যৌথ অভিযান পরিচালনা করতেও রাজি দুই বাহিনী। এসময় বিজিবি মহাপরিচালক বাংলাদেশের নিরস্ত্র নাগরিকদের হত্যা, আহত করা ও মারধরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। মানবাধিকারকে সমুন্নত রাখতে এবং অপরাধীদের হত্যার পরিবর্তে নিজ নিজ দেশের প্রচলিত আইনের আওতায় আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তিনি।
সীমান্তে হত্যার ঘটনা অদূর ভবিষ্যতে উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার ব্যবস্থা করা হবে বলে বিএসএফ মহাপরিচালক আশ্বাস প্রদান করেন।



















