সিলেট থেকে আজ শুরু হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
- / ১৯৬৪ বার পড়া হয়েছে
সিলেট থেকে আজ শুরু হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা। ইতোমধ্যেই সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা সাড়ে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৬০১ ফ্লাইটে তিনি সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান।
দুপুরে জেলার আলিয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণের মধ্য দিয়ে কার্যক্রম উদ্বোধন করবেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সাড়ে এগারটার দিকে হজরত শাহজালাল এবং পরে হজরত শাহ পরানের মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট সফর শুরু হয়েছে। বিকেল তিনটায় জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা। এরইমধ্যে সম্পন্ন হয়েছে মঞ্চ তৈরিসহ সব প্রস্তুতি। ২০১৮ সালের পর, আজই সিলেটে কোনো জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।























