সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। পানিতে ভাসছে নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা। উপশহরেও একতলা দালানের ছাদ ছুঁইছুঁই করছে পানি।
জেলা প্রশাসক বলছেন, বানভাসিদের উদ্ধার ও ত্রাণ তৎপরতায় তাদের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ড। এদিকে, ভারি বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে মৌলভীবাজারে ৪৬টি ইউনিয়নে ৪শ’ গ্রামে নতুন করে আড়াই লাখ লোক পানিবন্দী হয়েছেন। মহানগরীর অভিজাত এলাকা থেকে শুরু করে শহর-গ্রাম একাকার হয়ে সাগরে পরিণত হয়েছে। স্মরণকালের ভয়াবহ বন্যা তছনছ করে দিয়েছে সাজানো গোছানো জীবন। চার দিকে শুধু পানি আর পানি। নিমজ্জিত বিদ্যুৎবিহীন শহর রাতে বিভিষীকাময় হয়ে পড়ে। পানিবন্দী মানুষের আহাজারিতে ভারি হয়ে উঠেছে সিলেটের আকাশ-বাতাশ।