সিলেটে লাইভ শপিংয়ের নতুন শাখার শুভ উদ্বোধন

- আপডেট সময় : ০৮:১৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
- / ৫০০৬ বার পড়া হয়েছে
বাংলাদেশি ব্র্যান্ডর পোশাক কম দামে সারা বিশ্বে ছড়িয়ে দিতে আশিক খান শুরু করেছিলেন লাইভ শপিং। তাছাড়া দেশের মানুষও যেন কম খরচে ভালো মানের পোশাক পরতে পারে সেই লক্ষ্য সিলেটবাসির জন্য লাইভ শপিংয়ের আউটলেটের উদ্ভোধন করলেন। এসময় উপস্থিত ছিলেন লাইভ শপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক খান। আজ সিটি সেন্টারে লাইভ শপিংয়ের সিলেট শাখাটির শুভ উদ্ধোধন করেন।
প্রথমে বাংলা মটর থেকে লাইভ শপিং শুরু করেছে। এরপর ২০২১ সালে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আরেকটি দোকান খোলেন। ২০২২ সালে মিরপুর ২ নম্বরে মিরপুর শপিং সেন্টারে বড় আকারে দোকান খোলা হয়। ২০২৩ সালে যমুনা ফিউচার পার্ক এবং চট্টগ্রাম, উত্তরা ও সিলেটে চারটি দোকান চালু করেন আশিক।
আশিক বলেন, ‘মানিকগঞ্জের মানিক যা পরে—ম্যানহাটনের মাইকেলও যেন একই পণ্য স্বাচ্ছন্দ্যে পরতে পারে। লাইভ শপিংয়ের উদ্দেশ্য এটাই।’
এসময় আরো উপস্থিত ছিলেন লাইভ শপিংয়ের কর্মকতারা।