সিলেটে বাস টার্মিনালে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন শ্রমিক আহত
- আপডেট সময় : ১১:১৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০
- / ১৯০৩ বার পড়া হয়েছে
সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনালে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন শ্রমিক আহত হয়েছেন।
জানা গেছে, শ্রমিকদের কল্যাণ তহবিলের বিপুল অংকের টাকা সভাপতি সেলিম আহমদ ফলিক নয়ছয় করেছেন বলে অভিযোগ করেন শ্রমিকরা। এরই প্রতিবাদে দুপুরে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কার্যালয়ের বাইরে অবস্থান নেন শ্রমিকরা। এ সময় তারা ফলিকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এক পর্যায় শুরু হয় সংঘর্ষ, মারামারি ও গুলিবর্ষন। ঘন্টাব্যাপী সংঘর্ষে ভাঙচুর করা হয় মিতালী পরিবহনের একটি বাস ও এনা পরিবহনের কাউন্টার।এ সময় পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি ও রেব ৩ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, ঈদের আগে কল্যাণ তহবিলের টাকা থেকে পরিবহন শ্রমিকদের ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী দেয়ার কথা ছিল। কিন্তু সেলিম আহমদ ফলিক এতে রাজি হননি। পরে তার কাছে তহবিলের প্রায় আড়াই কোটি টাকার হিসাব চাওয়া হলে তিনি ৪১ লাখ টাকার হিসাব দেন।
























