সিলেটে বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ

- আপডেট সময় : ০২:৩৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
- / ১৬০৫ বার পড়া হয়েছে
পানির নিচে তলিয়ে যাচ্ছে সিলেট শহর। সুরমা নদীর পানি বিপদসীমার সাড়ে ৫ ফুট উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার ১৩টি উপজেলাই এখন বন্যা কবলিত। তবে, ১০টি উপজেলার বন্যা পরিস্থিতি ভয়াবহ রুপ নিয়েছে। আরো ভারি বৃষ্টিপাতের আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরন কেন্দ্র। বানভাসীদের জন্য ১৯৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। দ্বিতীয় দফায় আরো ১০০ মেট্রিকটন চাল ও ৩ হাজার প্যাকেট শুকানো খাবার বরাদ্দ দেয়া হয়েছে।
সিলেটের সুরমা ও কুশিয়ারাসহ সবক’টি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতির দিকেই যাচ্ছে। আরো ভারি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। সুরমা নদীর পানি বিপদ সীমার সাড়ে ৫ ফুট উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ৩০ বছরের মধ্যে এ রকম ভয়াবহ বন্যা সিলেটে হয়নি।
একদিনের ব্যবধানে জেলার ১৩টি উপজেলার প্রায় সবক’টি বন্যা কবলিত হয়ে পড়েছে। প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। নদীর পানি উপচে সোমবার থেকেই তলিয়ে যেতে শুরু করেছে নগরের বিভিন্ন এলাকা। জেলা জুড়ে কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল।
সিটি কর্পোরেশন এলাকায় বন্যা কবলিত মানুষের পাশে থেকে সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত মেয়র।
পানি উন্নয়ন বোর্ডের জেলা নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন ‘উজানে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় নদীর পানি দ্রুত বাড়ছে।
অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে বন্যার আরো অবনতি ঘটবে বলে জানান তিনি।