সিলেটে বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি

- আপডেট সময় : ০৫:৩০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
সিলেটের সুরমা, কুশিয়ারাসহ সব ক’টি নদীর পানি বিপদসীমার নিচে নেমে যাওয়ায় সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। তবে পানি নামছে ধীর গতিতে। সিলেট মহানগর ও জেলার নিম্নাঞ্চল এখনও নিমজ্জিত। জেলায় ১০ হাজার হেক্টরের বেশি জমির ফসল পচে নষ্ট হয়েছে। কর্তৃপক্ষ বলছে, ক্ষতিগ্রস্তদের নানামুখী সহায়তা দেয়া হবে।
সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতি আরো উন্নতি হলেও মহানগরী ও জেলার নিম্নাঞ্চল এখনও ডুবে আছে। সুরমা ও কুশিয়ারাসহ সব নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমায়, আশ্রয় কেন্দ্র থেকে লোকজন বাড়ি ফিরছে। বন্যায় কাঁচা-পাকা বহু ঘর বিধস্থ হয়েছে। বিশুদ্ধ পানি, ঔষধ ও খাদ্য সংকট লেগেই আছে।
সিলেট জেলার সবকটি উপজেলার বন্যাদূর্গত মানুষের মধ্যে বিশুদ্ধ পানি, ঔষধ ও খাবার বিতরণ করার কথা জানান রেডক্রিসেন্ট সোসাইটি’র এই সদস্য।
কৃষি বিভাগের তথ্য মতে জেলায় ২ সপ্তাহের বন্যায় ডুবে ১০ হাজার হেক্টরের ফসল পচে নষ্ট হয়েছে। এরমধ্যে ১ হাজার ৫শ হেক্টর আউশ বীজতলা। ১ হাজার ৮শ হেক্টর কাঁচা-পাকা বোরো ধান এবং দেড় হাজার হেক্টরের বেশি জমির গ্রীস্মকালীন সবজি রয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার কথা জানান জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা।
এদিকে নদীর পানি কমতে ধীরগতি থাকায় জেলার নিম্নাঞ্চল থেকে পানি সরতে আরো ক’দিন সময় লাগবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
তবে কুশিয়ারা নদী উপচে ওসমানীনগরে ২টি ও নবীগঞ্জে ২টি ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়েছে। ৫৪টি পরিবারকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নবীগঞ্জের ইউএনও শেখ মহিউদ্দিন।