সিলেটে পুলিশী নির্যাতনে রায়হানের নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবী
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- / ১৫৮১ বার পড়া হয়েছে
সিলেটে পুলিশী নির্যাতনে রায়হানের নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবী করেছে রায়হানের পরিবার। আগামী ৭২ ঘন্টার মধ্যে জড়িত আসামীদের গ্রেফতার না করলে এলাকাবাসীর পক্ষ থেকে হরতাল ও অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে।
সকালে রায়হানের নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবী জানানো হয়। সংবাদ সম্মেলনে কথা বলেন রায়হানের মা সালমা বেগম। তার পক্ষে রায়হানের মামাতো ভাই শওকত আলী লিখিত বক্তব্য তুলে ধরেন। ছয় দফা দাবি নিয়ে কথা বলেন তারা। এসময় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তারা। বরখাস্ত ও পলাতক এসআই আকবরকে দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।
















