সিলেটে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ

- আপডেট সময় : ০২:২৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
সিলেটে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ৭৪ রান।
টস জিতে বাউন্ডারি দিয়ে শুরু করে দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। দূর্ভাগ্য লিটনের, ফেরার আগে করেন ৯ রান। এরপর শান্তকে সাথে নিয়ে দলীয় ফিফটি পার করেন তামিম। এরপর একই পথ ধরে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। ফেরেন ব্যক্তিগত ৬ রানে। এর আগে, প্রথম ওয়ানডেতে ১৬৯ রানের জয় পেয়েছে স্বাগতিকরা। এবার সিরিজ জয়ের মিশন। এক ম্যাচ হাতে রেখে যে লক্ষ্যে পৌঁছাতে চায় টাইগাররা। দীর্ঘদিন পর দলে ফিরে আলো ছড়িয়েছেন অধিনায়ক মাশরাফি। এছাড়া রং ছড়িয়েছেন লিটন-মিথুনরাও। পারফরম্যান্সের ধারাবাহিকতা দ্বিতীয় ওয়ানডেতেও ধরে রাখতে চায় স্বাগতিক শিবির। এদিকে, মোস্তাফিজ আর সাইফুদ্দিনের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন আল-আমিন ও শফিউল। অন্যদিকে, সিরিজে টিকে থাকতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই সফরকারীদের সামনে। হতাশা কাটিয়ে চেনা কন্ডিশন কাজে লাগাতে মরিয়া জিম্বাবুয়ে।