সিলেটে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
- / ১৬৩০ বার পড়া হয়েছে
সিলেটে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করেছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা সজীব আলী সর্বসম্মতিক্রমে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন।
সিলেট বিআরটিএতে সৃষ্ট ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত জটিলতা নিরসনে বেশ কয়েকটি কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে। পরিবহন শ্রমিকদের বেশ কয়েকটি দাবি মেনে নেয়ায় কর্মবিরতি প্রত্যাহার করে নেয় তারা। শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন জানান, শনিবার দুপুরে বিআরটিএ সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক সানাউল হকের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে বিআরটিএর দুই কর্মকর্তার অপসারণের দাবিতে আজ থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।























