সিলেটে এটিএম বুথের কর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ২৪ লাখ টাকা লুট

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৬১০ বার পড়া হয়েছে
সিলেটের ওসমানীনগরে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ২৪ লাখ টাকা লুট করেছে ডাকাতরা।
রোববার ভোরে উপজেলার শেরপুরের নতুন বাজার এলাকায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এটিএম বুথে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, একদল ডাকাত নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে বেঁধে রেখে বুথ ভেঙে ২৪ লাখ ২৫ হাজার টাকা লুট করে।এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ব্যাংকটির শেরপুর শাখা ব্যবস্থাপক সৈয়দ আশরাফুল আমিন। খবর পেয়ে সকালে ওসমানীনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে পুলিশ জানায়, অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ করছে তারা।