সিলেটে আবারও ভূ-কম্পন, জনমনে আতঙ্ক

- আপডেট সময় : ০১:৩৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
সিলেটে টানা দু’দিন ঘটে যাওয়া ভূমিকম্পের আতংক কমতে না কমতেই নয় দিনের ব্যবধানে আবারও ভূ-কম্পন অনুভূত হয়েছে। গত সাত জুনের ভূমিকম্পে নগরীর রাজা জি সি হাই স্কুলের একটি ভবনে ফাটল দেখা দেয়ায় আতঙ্ক বেড়েছে জনমনে। এদিকে, ঝুঁকিপূর্ণ মার্কেট খোলার ব্যাপারে এখনো নির্দেশনা দেয়নি নগর কর্তৃপক্ষ। নগরীর বহুতল ভবন চিহ্নিত করার প্রস্তুতি চলছে বলে জানান সিটি মেয়র।
সিলেট নগরীতে গত ২৯ ও ৩০ মে পরপর দু’দিন ঘটে যাওয়া কয়েক দফা ভূমিকম্পে আতঙ্ক বিরাজ করছে জনমনে। ভূ-কম্পনের সর্বোচ্চ মাত্রা ছিল চার দশমিক এক। গত সাত জুন সন্ধ্যায় আবারো দু’বার ভূমিকম্প হয়। দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নে উৎপত্তি হওয়া তিন দশমিক আট মাত্রার ভুমিকম্পে বন্দরবাজারের রাজা জি সি হাই স্কুল ভবনে ফাটল দেখা দিয়েছে।
পরদিন পরিদর্শন শেষে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে শিক্ষা অধিদপ্তর।বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিশেষ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে সচেতন মহল।এদিকে, শিগগিরই বিশেষজ্ঞ টিম দিয়ে নগরীর বহুতল ভবনগুলো চিহ্নিত করা হবে বলে জানান, সিটি মেয়র।
ঝুঁকিপূর্ণ ভবনগুলো খোলার ব্যপারে এখনো কোনো নির্দেশনা দেয়নি সিসিক।