সিলেটে আজ ওয়ানডে মিশনে নামছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে

- আপডেট সময় : ১০:৫৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০
- / ১৫৮১ বার পড়া হয়েছে
সিলেটে আজ ওয়ানডে মিশনে নামছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মুখোমুখি হবে দু’দল। দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি। টেস্ট জয়ের আত্মবিশ্বাস কাজে লাগাতে চায় দল। এদিকে, সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা জানিয়েছেন নিজের সাম্প্রতিক অফ ফর্ম নিয়ে লজ্জার কিছু নেই। বিসিবি চাইলে পাকিস্তান সফরেও ইতিবাচক ম্যাশ।
ইংল্যান্ড বিশ্বকাপ ব্যর্থতার ঘোর না কাটতেই শ্রীলঙ্কায় গিয়ে হোয়াইটওয়াশ। টেস্ট, টি টুয়েন্টির ব্যস্ততায় প্রায় সাত মাস, এরপর আর ওয়ানডেতে নামা হয়নি টাইগারদের। নিজেদের প্রিয় ফরমেটে ফেরার মঞ্চে এবার অপেক্ষায় জিম্বাবুয়ে। অসম লড়াইয়ের পানসে সিরিজে হঠাৎ-ই বাড়তি ঘি ঢেলেছেন অধিনায়ক মাশরাফি। যতটা না আলোচনায় সিরিজের প্রত্যাশা। তার চেয়েও বেশি আলোচনায় মাশরাফি বিন মোর্ত্তজা। প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলেই হয়তো নির্ভার দল। কিন্তু বোর্ডের ইঙ্গিত অধিনায়ক হিসেবে শেষ সিরিজ খেলার অপেক্ষায় নড়াইল এক্সপ্রেস।
বিশ্বকাপ থেকেই যেন অচেনা মাশরাফি। ছন্নছাড়া বোলিং, উইকেটও মিলছে না আগের মতো। তাতে অবশ্য লজ্জিত নন, আত্মবিশ্বাস হারানোর কিছু নেই বলেও মনে করেন মাশরাফি। অবসরের বিষয়ে বিসিবির সিদ্ধান্তকেই প্রধান্য দিচ্ছেন ক্যাপটেইন ফ্যান্টাস্টিক। এমনকি ইঙ্গিত মিলেছে দল চাইলে পাকিস্তানের বিপক্ষে একমাত্র ওয়ানডেও ইতিবাচক ম্যাশ।
দীর্ঘদিন পর ওয়ানডে মিশনে নামছে বাংলাদেশ। যেখান ভালো পারফর্ম করাই বড় চ্যালেঞ্জ। জিম্বাবুয়ের বিপক্ষে যেমন নির্ভার, তেমনি সর্তক স্বাগতিক শিবির। আত্ববিশ্বাস যোগানের অভাব নেই জিম্বাবুয়েরও। একেতো চেনা কন্ডিশন তার উপর প্রতিপক্ষে নেই একজন সাকিব। বাংলাদেশ অলরাউন্ডারের অভাবকে কাজে লাগিয়ে দু’দলেরে পার্থক্য ঘোচাতে চায় সফরকারিরা।