সিলেটের বন্যা পরিস্থিতি সামান্য উন্নতি

- আপডেট সময় : ০২:০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
- / ১৭৩৮ বার পড়া হয়েছে
বানের পানিতে ভাসছে সিলেট। তবে সিলেটের পরিস্থিতি সামান্য উন্নতি হলেও প্রতিটি মুহূর্ত কাটছে আতঙ্কে। শনিবার সিলেটে রেকর্ড পরিমাণ ২৮২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।আজও ভারী বৃষ্টিপাত হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
একদিকে বানের জল, অন্যদিকে ভারী বর্ষণে জেলার বিভিন্ন স্থানে পানির উচ্চতা বেড়ে যায়। ঘরবাড়ি এমনকি হাসপাতালেও ঢুকে পড়ে পানি। বিভিন্ন সড়ক নিমজ্জিত হয় থৈথৈ পানিতে।
তবে আজ বিভিন্ন সড়ক থেকে পানি কিছুটা নেমে গেছে। নিচতলা থেকে পানি সরে যাওয়ায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপিত হয়েছে এম এ জি ওসমানী হাসপাতালে। ফলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারছেন চিকিৎসক ও রোগীর স্বজনরা। এদিকে, সিলেটে পানির গতি প্রত্যন্ত অঞ্চলে এখনও অনেক বেশি। সেখানে বিভিন্ন রাস্তাঘাট ডুবে আছে পানিতে। অনেকেই নিকটস্থ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে উঠে গেছে পানি।