সিলেটের গোয়াইনঘাটে চলছে অবৈধভাবে বালু এবং পাথর উত্তোলন

- আপডেট সময় : ০২:৪১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / ১৫১৫ বার পড়া হয়েছে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইসিএ এলাকাসহ বিভিন্ন জায়গায় অবৈধভাবে বালু এবং পাথর উত্তোলন চলছে। তা বন্ধের দাবিতে স্থানীয়রা আন্দোলন করলেও প্রশাসনের সহযোগিতা মিলছে না- এমন অভিযোগ স্থানীয়দের। তবে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা নির্বাহী অফিসার বলছেন, অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
সিলেটের গোয়াইনঘাটে জাফলংয়ে প্রভাবশালী একটি চক্র সরকারের নির্দেশনা অমান্য করে উপজেলার জাফলং, বাংলা বাজার, বালির হাওরসহ বিভিন্ন নদী থেকে অবৈধপন্থায় বালু ও পাথর উত্তোলন করছে দীর্ঘদিন। এতে হুমকির মুখে পড়ছে পরিবেশ । বালু ও পাথর বিক্রি করে চক্রটি হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।
ইজারা বহির্ভূতভাবে নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে মজুদ ও বিক্রি করায় নদী তীরবর্তী এলাকায় ভাঙ্গনের দেখা দিয়েছে। এতে করে আসন্ন বন্যায় নদী গর্ভে বাড়িঘর সহ ফসলি জমি বিলীন হওয়ার আশঙ্কায় দিন পার করছে তীরবর্তী এলাকার মানুষ।
পবিবেশ বিধ্বংসী এ সকল কার্যক্রম বন্ধে কাজ করার কথা জানালো প্রশাসন।
অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধে কার্যক্রম জোরালো করার দাবি স্থানীয়দের।