সিলেটগামী পারাবত ট্রেনের পাওয়ার কারে অগ্নিকান্ড

- আপডেট সময় : ০৬:০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের শমসেরনগরে সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনের পাওয়ার কারে আগুন লেগে পুড়ে গেছে রেলের বগি। ফলে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বেলা দুইটার পর ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বেলা পৌনে একটার দিকে ভানুগাছ-শমসেরনগর স্টেশনের মাঝে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও রেলকর্মীরা আগুন নেভাতে কাজ করেন। আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটির এসি বগিতে হঠাৎ ধোঁয়া ছড়িয়ে পড়লে মুহূর্তেই ট্রেনের বগিতে আগুন ধরে যায়। পরে পাশের দুটি বগিতে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা লাফিয়ে নামতে চাইলে আহত হন অনেকে। শ্রীমঙ্গল ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার হামিদুর রহমান বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করে। এসময় একই রুটে চলাচলকারী অন্যান্য ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।