সিরিয়ায় একটি বাসে বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
- / ১৫৯০ বার পড়া হয়েছে
সিরিয়ায় সেনাসদস্যদের বহনকারী একটি বাসে বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। আজ বুধবার সকালে দামেস্কের একটি সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় বাসটিকে হামলার লক্ষ্যবস্তু করা হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিদ্রোহী নিয়ন্ত্রিত আবাসিক এলাকায় শেল হামলা চালিয়েছে সিরীয় সেনাবাহিনী। এতে কমপক্ষে ১১ বেসামরিক নাগরিক নিহত হয়। বুধবার ভোরে সেনাসদস্যদের বহনকারী একটি বাস হাফিজ আল–আসাদ সেতু অতিক্রম করছিল। হঠাৎই রাস্তার পাশে পুঁতে রাখা দুটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়। সেনাবাহিনীর প্রকৌশল ইউনিট ঘটনাস্থল থেকে তৃতীয় আরেকটি বিস্ফোরক ডিভাইস উদ্ধার করে তা নিষ্ক্রিয় করেছে। একে ‘সন্ত্রাসী’ হামলা বলে উল্লেখ করেছে তারা। এ বিস্ফোরণের ঘটনায় ১৪ জন নিহত ও তিনজন আহত হয়েছে।