সিরিজ নিশ্চিত করতে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে ভারত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে ভারত। তিন ম্যাচে সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। দুপুর ২টায় শুরু হবে ম্যাচ।
প্রথম ম্যাচ জিতে সিরিজের দারুন শুরু করেছে ভারত। নিজেদের হাজারতম ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে রোহিত শর্মারা। এ ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চায় স্বাগতিক ভারত। অন্যদিকে টপ অর্ডারদের ব্যাটিং ব্যার্থতায় সিরিজের প্রথম ম্যাচ হারতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। তাই সিরিজে টিকে থাকতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই সফরকারীদের। ঘুরে দাঁড়ানোর ম্যাচে পরিবর্তন আসতে পারে ওয়েস্ট ইন্ডিজ একাদশে।










