সিরিজের প্রথম টেস্ট খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল

- আপডেট সময় : ১০:১৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
সিরিজের প্রথম টেস্ট খেলতে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলাবার সন্ধ্যায় কাতার এয়াওয়েজের ফ্লাইটে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছেড়েছে টিম টাইগার্স।
সেলফি শিকারিদের কবলে ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। পাকিস্তান সফর বলে কথা। সংবাদকর্মী আর সাধারণ ক্রিকেটপ্রেমীদের সংখ্যাটাও তাই বেশি। ভিড় ঠেলে মিশন দ্বিতীয় দফায় পাকিস্তানের পথে এগিয়ে গেলেন মমিনুলরা।
প্রথমবারের সফরে নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও দ্বিতীয় দফায় পাকিস্তান যাত্রায় তেমন কোন আলোচনা নেই এ বিষয়ে। প্রথম দফায় পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। এবার মিশন টেস্ট চ্যাম্পিয়নশিপ। রঙ্গিন পোশাকে যতটা উজ্জ্বল, সাদা পোশাকে ততটাই বিবর্ণ টাইগারদের পারফরম্যান্স। তাই সৌম্য থেকে মিথুন সবাই মনে করেন বাড়তি চ্যালেঞ্জ থাকবে এই সিরিজে।
পাকিস্তানের মাটিতে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই বেশি ভাগ ক্রিকেটারের। তারপরও সম্প্রতি ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স পাকিস্তানের বিপক্ষে ধরে রাখতে চায় টাইগাররা। বৃহস্পতিবার অনুশীলন করবে বাংলাদেশ। শুক্রবার রাওয়ালপিন্ডিতে শুরু সিরিজের প্রথম টেস্ট।