সিরিজের প্রথম টেস্টে লড়ছে বাংলাদেশ ও শ্রীলংকা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
সিরিজের প্রথম টেস্টে লড়ছে বাংলাদেশ ও শ্রীলংকা। পাল্লেকেলেতে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১ উইকেটে ৭২ রান।
শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। হতাশ করেছেন সাইফ হাসান, শূন্য রানে বিশ্ব ফার্নান্দোর বলে এলবিডব্লুর ফাঁদে পরেন সাইফ। তবে, দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় স্বাগিতকরা। নাজমুল শান্তকে নিয়ে প্রতিরোধ গড়েন তামিম ইকবাল। ক্যারিয়ারের ২৯তম ফিফটি তুলে খেলছেন তামিম। এদিকে, উইকেট বিবেচনায় ৩ পেসার নিয়ে খেলছে টাইগাররা। আবু জায়েদ রাহী আর ইবাদতের সঙ্গি তাসকিন আহমেদ। স্পিন ডিপার্টমেন্ট সামলাবেন মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। শ্রীলংকার বিপক্ষে এখন পর্যন্ত ১৩ টেস্টের ১১টিতেই হেরেছে বাংলাদেশ। লংঙ্কার মাটিতে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া মমিনুলের দল।
























