সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। হারারেতে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচ শুরু।
জিম্বাবুয়ের মাটিতে অপ্রতিরোধ্য বাংলাদেশ। একমাত্র টেস্টের পর জয় দিয়ে ওয়ানডে মিশনও শুরু করেছে তামিমের দল। প্রথম ওয়ানডেতে ১৫৫ রানে জিতেছে টাইগাররা। এবার এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের মিশনে নামবে লাল-সবুজ। টানা জয়ে উজ্জীবিত তামিমের দল। দ্বিতীয় ওয়ানডেতেও আত্মবিশ্বাসী বাংলাদেশ। অপরিবর্তিত একাদশ নিয়ে বাংলাদেশের মাঠে নামার সম্ভাবনা প্রবল। মিডল-অর্ডারে আরও একবার প্রমাণের সুযোগ পাচ্ছেন মিথুন-মোসাদ্দেকরা। অন্যদিকে, ঘুরে দাঁড়াতে মরিয়া জিম্বাবুয়ে। টেস্ট ও প্রথম ওয়ানডেতে ভাল শুরু’র পরও হারতে হয়েছে স্বাগতিকদের। হোম এ্যাডভান্টেজ শতভাগ কাজে লাগিয়ে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতা আনতে চায় জিম্বাবুয়ে।