সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টিতে বুধবার মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে

- আপডেট সময় : ০৯:২৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টিতে বুধবার মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সিরিজে জয়ের পাশাপাশি সফরকারীদের হোয়াইটওয়াশ করার মিশন টাইগারদের। অন্যদিকে সিরিজ ১-১ সমতায় শেষ করার লক্ষ্য জিম্বাবুয়ের। মিরপুর ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
টেস্ট ও ওয়ানডের পর টি-টুয়েন্টি সিরিজেও দুর্বার বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৪৮ রানে হারিয়ে। সেই ধারায় এবার দ্বিতীয় টি-টুয়েন্টিতে ধরে রাখতে চায় বাংলাদেশ। তামিম-লিটনের উদ্বোধনী জুটি আর সৌম্য-সাইফুদ্দিনদের দুর্দান্ত ফর্মে আত্মবিশ্বাসী স্বাগতিক শিবির। অন্যদিকে, বাংলাদেশ সফরে এখনো জয়ের দেখা পায়নি জিম্বাবুয়ে। চেনা কন্ডিশন কাজে লাগাতে ব্যর্থ সফরকারীরা। তবে, ঘুরে দাড়ানোর মিশনে–শেষ ম্যাচটি জয় দিয়ে রাঙ্গাতে চায় শন উইলিয়ামসের দল। তার আগে, তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ আর একমাত্র টেস্টে হেরেছে জিম্বাবুয়ে।